প্রত্যেক প্রাণী কি জোড়ায় জোড়ায় সৃষ্টি? : কোরআনে বৈজ্ঞানিক ভুল
কোরআনে একাধিক আয়াতে বলা হয়েছে, প্রতিটি বস্তু এবং প্রাণীকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছেঃ “পবিত্র মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং তারা যাদেরকে জানেনা তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়।” সূরা যারিয়াতের ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছেঃ “আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ […]
