ভাগ্নেঃ মামা শুনেছি আইয়ামে জাহিলিয়াত যুগে কন্যাশিশুদের জীবন্ত কবর দেয়া হত। মহানবী(সাঃ) এই প্রথা বন্ধ করে দেন।
আমিঃ হ্যা। ঠিকই শুনেছিস। বিশ্বনবী (সাঃ) এই নিষ্ঠুর নৃশংস প্রথা বন্ধ করে দেন। তিনি তৎকালীন সমাজের প্রচলিত যাবতীয় কুপ্রথার বিরোধী ছিলেন।
ভাগ্নেঃ আলহামদুলিল্লাহ। তাহলে তো সেসময় সমাজ নারীশূন্য হয়ে যাওয়ার কথা। নারীর অভাবে সন্তান জন্মহার কমতে কমতে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা।
আমিঃ আরে বো কা নাস্তিক। সব কন্যাসন্তানকে কি আর মেরে ফেলা হত? কিছু তো বেঁচে থাকতোই।
ভাগ্নেঃ ও তাহলে নিশ্চয়ই একেকজন নারী দশটা-বারোটা করে বিয়ে করতো। কারণ বেশিরভাগ কন্যাশিশু মে রে ফেলার দরুণ সমাজে পুরুষের তুলনায় নারী অনেক কমে যাওয়ার কথা। কিন্তু ইতিহাসে তো দেখা যায় উল্টো। সেসময় পুরুষেরা অনেকগুলো করে বিয়ে করতো। বেশিরভাগ কন্যাশিশু জীবন্ত পুতে ফেললে এতগুলো বিয়ের জন্য নারী আসতো কোথা থেকে?
আমিঃ আসলে ইসলামের ভুল খুঁজে না পেয়ে তোরা এসেছিস বিকৃত ইতিহাস নিয়ে। তোদের উদ্দেশ্য আমি বুঝি। যেকোন উপায়ে ইসলামকে হেয় করাই তো তোদের উদ্দেশ্য। তাইনা?
ভাগ্নেঃ আমি সত্য ইতিহাস জানতে এসেছি। আচ্ছা জাহিলিয়াত যুগে নাকি নারীদের কোন মর্যাদা ছিলনা, অধিকার ছিলনা। নারীদের নাকি কোন স্বাধীনতা ছিলনা। নারীদের নাকি কোন শিক্ষাদীক্ষা দেয়া হতনা। ইসলাম আসার পরই নাকি নারীদেরকে সর্বোচ্চ সম্মান আর মর্যাদা দেয়া হয়। কিন্তু মহানবী(সাঃ) এর প্রথম স্ত্রী খাদিজা সেই যুগে নারী হয়ে কিভাবে এত বড় ব্যবসা পরিচালনা করতেন? আসমা বিনতে মারওয়া নামক মহিলা কবি কিভাবে নারী হয়ে বিদ্রুপাত্মক কবিতা লিখতেন? তারা পড়াশোনা শিখলেন কিভাবে? তাদের যদি কোন অধিকার, স্বাধীনতা না থাকতো তাহলে তারা এত প্রভাবশালী হলেন কিভাবে? নারী হয়েও তারা পেশাগত জীবনে সফল হলেন কিভাবে?
আমিঃ এগুলো ব্যতিক্রমী ঘটনা। আর ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারেনা।
ভাগ্নেঃ ইতিহাসে এরকম আরো অনেক নারীর নামই পাওয়া যায় যারা প্রাক ইসলামি যুগে আরবে নিজ নিজ ক্ষেত্রে সফল ছিলেন। আচ্ছা বাদ দাও। শুনেছি বিশ্বনবী (সাঃ) যখন উম্মুল মুমিনিন মা আয়িশাকে বিয়ে করেন তখন নাকি তার বয়স খুবই কম ছিলো।
আমিঃ হ্যা। উনার বয়স কম ছিলো। ঐ সময় আরবের সামাজিক প্রথা অনুযায়ী নারীদের তো অল্প বয়সেই বিয়ে হত। এটা সেসময় খুবই স্বাভাবিক ঘটনা ছিলো।
ভাগ্নেঃ প্রথা অনুযায়ী বিয়ে করেছিলেন মানে বুঝলাম না। তুমি তো একটু আগেই বললে তিনি তৎকালীন আরব প্রথার বিরোধী ছিলেন।
আমিঃ ধুর। তোদের মত ত্যানাবাজ মূ র্খ নাস্তিকদের সাথে কথা বলাই বেকার। শুধু শুধু আমার সময় নষ্ট করলি।
Blogger : Nafis Sadique Shatil
লেখক : নাফিস সাদিক শাতিল
আরো ব্লগপোস্ট পড়তে এখানে ক্লিক করুন
পড়ুন যুক্তিবিদ্যা বিষয়ক বইঃ Debating God With a Brain
পড়ুন ফিকশন বইঃ The Atheist Who Met God and Devil
পড়ুন ভ্রমণ কাহিনীঃ Adventure of Ryan and George
বিজ্ঞানীদের জীবনকাহিনী নিয়ে বইঃ From Apple to Algorithm